আতর ব্যবহার করা নবীজীর অন্যসব সুন্নতের মাঝে এটা অন্যতম
আতর ব্যবহার করা নবীজীর অন্যসব সুন্নতের মাঝে এটা অন্যতম
আতর ব্যবহার করা নবীজীর অন্যসব সুন্নতের মাঝে এটা অন্যতম
আতর ব্যবহার করা নবীজীর অন্যসব সুন্নতের মাঝে এটা অন্যতম
আতর ব্যবহার করা নবীজীর অন্যসব সুন্নতের মাঝে এটা অন্যতম

রাসুল (সা.) যে সুগন্ধিগুলো ব্যবহার করতেন, তার আরেকটি হলো আম্বর। হজরত আয়েশা (রা.)-কে জিজ্ঞেস করা হয়েছিল, রাসুলুল্লাহ (সা.) কী ধরনের সুগন্ধি ব্যবহার করতেন। জবাবে তিনি বলেছেন, ‘মেশক ও আম্বরের সুগন্ধি রাসুলুল্লাহ (সা.) ব্যবহার করতেন।’ (নাসায়ি শরিফ, হাদিস : ৫০২৭)

মহানবী (সাঃ) যে সুগন্ধী পছন্দ করতেন, তার মধ্যে অন্যতম মেশক। হযরত আবু সাঈদ খুদরি (রাঃ) থেকে বর্ণিত , মেশক প্রসঙ্গে রাসুল (সাঃ) কে প্রশ্ন করলে তিনি বলেন "মেশক হচ্ছে সর্ব উত্তম সুগন্ধী" (তিরমিজি, হাদিসঃ ৯৯২)

কখনো কখনো রাসুল (সা.) চন্দন ও জাফরানের সুগন্ধিও ব্যবহার করতেন। আল্লামা ইবনে আবদুল বার (রহ.) ‘তামহিদ’ নামক কিতাবে আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-এর একটি হাদিস বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে, ‘রাসুলুল্লাহ (সা.) জাফরানের সুগন্ধি ব্যবহার করেছেন।’





